তিনদিনের রিমান্ডে মাওলানা মাহমুদুল হাসান গুনবী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৮ ২০২১, ০৫:১৪

প্রখ্যাত ইসলামি আলোচক ও দায়ী মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার (১৭ জুলাই) ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন মাওলানা গুনবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

আদালতে মাওলানা গুনবীর পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী মো. ফারুক হোসেনসহ বেশ কয়েকজন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন মুখ্য মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন খান হিরন।

এসময় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার (১৫ জুলাই) সকালে মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরো পড়ুন—