খেলাফত মজলিস লুটন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২৪, ১২:০০

লন্ডন প্রতিনিধি: গত মঙ্গলবার ( ১৯ মার্চ) খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহান এর সভাপতিত্বে এবং মাওলানা উবায়দুল্লাহ ও মাওলানা আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় লুটনের “আনন্দ মহল” সেন্টারে হাফেজ ইমাদ উদ্দীনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উক্ত আলোচনা সভা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়বে আমীর- অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ , প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সভাপতি মুফতি হাসান নুরী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নাচ গানের আসর বসতে পারে কিন্তু কোরআনের মাস রমজানে কোরআন তিলাওয়াতের আয়োজনে বাধা দেয়া হচ্ছে, ইফতার মাহফিলে বাধা দেয়া হচ্ছে। এর জন্য বর্তমান রাষ্ট্র ব্যবস্থা দায়ী। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে ততক্ষন পর্যন্ত রাষ্ট্র নিরাপদ নয়, মুসলমানদের আমল, ঈমান আক্বিদা নিরাপদ নয়”।

প্রধান আলোচক মাওলানা সাদিকুর রহমান তাঁর বক্তব্যে “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে পুলিশি বাঁধার দুঃখ প্রকাশ করে বলেন, খোলাফায়ে রাশিদিনের আদর্শে খেলাফত রাষ্ট্র পরিচালনা ব্যতীত এই ন্যাক্কারজনক ঘটনা বন্ধ হবে না”।

এছাড়া আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সেক্রেটারী মাওলানা আতাউর রহমান জাকির, বক্তব্য রাখেন খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি – মাওলানা আনিসুর রহমান, খেলাফত মজলিস লুটন শাখার সহ- সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, খেলাফত মজলিস লুটন শাখার প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা কে আই ফেরদৌস।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুটন শাখার সহ-সভাপতি বিলাল আহমদ , সহ-সভাপতি – মাওলানা আব্দুল মালিক , সহ- সভাপতি এহতেশামুল হক শামিম, বায়তুল মাল সম্পাদক – জাহেদ আহমদ , সহ-বায়তুল সম্পাদক – ক্বারী আহমদ হুসাইন , সাংগঠনিক সম্পাদক -মাওলানা শাহজাহান , যুব বিষয়ক সম্পাদক – মিফতাউর রহমান , উলামা বিষয়ক সম্পাদক – মুহাম্মাদ জাহিদুল ইসলাম, অফিস সম্পাদক – মাওলানা নজির আহমদ, জমিয়ত নেতা মাওলানা নাবিল আহমদসহ লুটনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে প্রধান অতিথি মাওলানা আব্দুল কাদির সালেহ এর দোয়া পরবর্তী সম্মিলিত ইফতার শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।