আমার মতো নাস্তিকদেরও নাগরিকত্ব দেয়া উচিত : তসলিমা নাসরিন
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৩ ২০১৯, ২১:০২

বিজেপি সরকার অমুসলিমদের নাগরিকত্ব প্রদান সংক্রান্ত বিল সংসদে পাস করিয়েছে। দেশটির রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) স্বাক্ষর করায় সেটি এখন আইন। নাগরিকত্ব প্রদান নিয়ে মোদি সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
সিএবি নিয়ে টুইট বার্তায় তসলিমা লিখেছেন, ‘আমি বাংলাদেশ থেকে ভারতে আসিনি। আমি ভারত এসেছি সুইডেন থেকে। আমি মনে করতাম, আমার বসবাসের জন্য ভারতই ভালো। আমি এখনো তাই মনে করি। অনেক হিন্দু যারা ইউরোপে বসবাস করছেন তারা আমার মতো করে ভাবে না। যারা দেশকে ভালোবাসে তাদেরই দেশে থাকা উচিত।’
কলকাতার একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী তসলিমা নাসরিন দেশটির একটি জাতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এটা খুব ভালো খবর যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি এবং অন্যান্যরা নাগরিকত্ব পাবেন কিন্তু মুসলিমরা পাবেন না। যারা মুসলিম নয়, যেমন আমি নাস্তিক, আমার পাশাপাশি উদার মুসলিম এবং ‘মুক্ত চিন্তার’ মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হলে ভালো হয়।’
এর আগে গতকাল এক টুইট বার্তায় তসলিমা লেখেন, ‘ইসলামী দেশগুলোতে উদার, নিরপেক্ষ, মুক্তবুদ্ধির চর্চাকারী, নাস্তিক এবং ইসলামের সমালোচনাকারীরা অমুসলিমদের চেয়ে সরকার ও ধর্মান্ধ মুসলিমদের দ্বারা অনেক বেশি নির্যাতন, নিপীড়ন, অবরুদ্ধ, নির্বাসন ও হত্যার শিকার হচ্ছেন।’
প্রসঙ্গত, গত সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় এবং বুধবার উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ উত্থাপিত বিলটি এখন ভারতের আইন। সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাসে কোনো বেগ পেতে হয়নি বিজেপিকে।
বিরোধী দলের এমপিরা পার্লামেন্টে মোদি সরকারের প্রস্তাবিত এই বিলটিতে আপত্তি জানালেও একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারকে বিলটি পাসে কোনো বেগ পেতে হয়নি সরকারকে। বিরোধীরা বলছেন, নতুন আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাগরিক সুরক্ষা উপেক্ষা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।