আল-মাসউদ ফাউন্ডেশন পক্ষ থেকে ১০০ পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০২৩, ২২:২৯

জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার দীর্ঘ ৫০ বৎসরের প্রধান শাইখুল হাদীস আল্লামা হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুর (রহঃ) এর স্মরণে প্রতিষ্ঠিত সেবামুলক সংগঠন “আল-মাসউদ ফাউন্ডেশনের” পক্ষ থেকে পবিত্র মাহে রামজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৩ মার্চ (বৃহস্পতিবার) ওসমানীনগর উপজেলাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মাইজগাঁও, ইশাগ্রাই, কোনাপাড়া, জাকিরপুর, বড় হাজীপুর ও গলমুকাপন এই কয়েকটি গ্রামে হতদরিদ্র ১০০ টি পরিবারের মধ্যে ইফতার ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী হুজুরের বড় সাহেবজাদা হাফিজ মনজুর আহমদ সাহেব ও ছোট সাহেবজাদা মুফতি মাসরুর আহমদ বুরহান সাহেবের প্রচেষ্টায়, এবং ২য় সাহেবজাদা মোঃ মাসহুদ আহমদ সাহেবের তত্ত্বাবধানে” ইয়ূথ উলামা ফোরামের” সার্বিক পরিচালনায় এই খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন গলমুকাপন জামে মসজিদের সেক্রেটারি মাওলানা শামীম আহমদ, মুফতী মিনহাজ উদ্দীন মিলাদ, মাওঃ রশিদ আহমদ, মাওঃ ময়নুল ইসলাম মশকুর, মাওলানা ইমরান আহমদ রুবেল, মাও আলাউদ্দীন, মাওঃ ক্বারী নাহিদ আহমদ, মাওঃ ওলীউর রহমান, প্রমুখ।

বক্তারা বলেন, বাঘার হুজুর ( রহঃ) স্মরণে প্রতিষ্ঠিত এই সেবামূলক সংগঠনের মাধ্যমে গরীব, অসহায় ও ইয়াতিমদের অনেক উপকার হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত বন্যার সময় এই সংঘঠনের পক্ষ থেকে ৩৫০ টি বন্যার্ত পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এই সংঘঠনের পক্ষ থেকে কয়েকজন অসহায় মাদরাসার ছাত্রীকে আলেমা হওয়া পর্যন্ত সকল প্রকার খরচ বহনের স্পনসর করা হয়েছে। যেকোন দূর্যোগকালীন সময়ে আল -মাসউদ ফাউন্ডেশন মানুষ পাশে দাড়াতে দেখা যায়।

আল্লাহপাক যেন এই সংগঠনের সকল ভালো কাজের সাওয়াব আল্লামা মাসউদ আহমদ বাঘার হুজুর (রহঃ) এর আমলনামায় যুক্ত করে দেন। দাতাদের দানকে আল্লাহপাক কবুল করুন ও উত্তম বদলা দান করুন। সংঘঠনের সাথে সম্পৃক্ত সকলের মেহনতকে আল্লাহ পাক কবুল করুন। আমীন