সিলেট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষের ছাত্রদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৮ ২০১৯, ০৩:৩৯

একুশে জার্নাল ডেস্কঃ সিলেট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষের ছাত্রদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৭ফেব্রুয়ারী বুধবার রাষ্ট্র বিজ্ঞান ডিপার্টমেন্টে
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র জুনেদ আহমদ ও পাবেল আহমদের যৌথ পরিচালনায় সিলেট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব হালিমা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন উক্ত কলেজের স্বনামধন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নাসিমা হক খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুস সোবহান, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ ফজলুর রহমান,(সহকারি অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃত),জনাব আশিফা আক্তার মিতু, (সহযোগী অধ্যাপক ভূগোল) জনাব মোঃ ফরিদ মিয়া, (প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান)।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রলীগ।
রুহেল আহমদ, কাউসার আহমদ, হানিফ আহমেদ।

ছাড়াও ছাত্রলীগের কলেজ শাখার অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২য় বর্ষের ছাত্রছাত্রীরা প্রথমে নবীন ছাত্রদের ফুল দিয়ে বরন করে নেয়।
পরে তাদেরকে উপহার সামগ্রী প্রধান করা হয়।
এছাড়া তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।