“তাহসান-মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে লাইভে ইভ্যালির স্পন্সর পঞ্চাশ লক্ষ টাকা!”

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২০ ২০২১, ১৮:৩২

ডা. গুলজার হোসাইন উজ্জ্বল

বাংলাদেশে এখন কোন স্বপ্নবান তরুণ উদ্যোক্তা দেখলেই ভয় লাগে। ইভ্যালির রাসেল যে ক্ষতিটা করে গেল তা অপূরণীয়।

তাহসান-মিথিলা ব্যক্তিগত জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে লাইভে এসেছিলেন অকপট আলাপে। আপাত দৃষ্টিতে এটি শুনতে ভাল মনে হলেও এটি ছিল স্পন্সর্ড। ইভ্যালি এর পেছনে পঞ্চাশ লক্ষ টাকা স্পন্সর করেছিল।

এই টাকা সাধারণ গ্রাহকের। ইভ্যালি একটা সুতাও উৎপাদন করে না। শুধু অবিশ্বাস্য কম পয়সায় পণ্য দেবার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা করতে এসেছিলো।

বাংলাদেশের তারকারা আধুনিক হয়েছেন। বিবাহ বিচ্ছেদকে সামাজিক ট্যাবুর বাইরে নিয়ে আসতে চেষ্টা করছেন। কিন্তু অতি ব্যক্তিগত সাংসারিক প্যাঁচালীকে যখন প্রকাশ্যে নির্লজ্জের মত পণ্য করে তোলে তখন সবটাই কেমন মেকি লাগে।