এমপি হারুন অর রশীদের ৫ বছর কারাদণ্ড
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২১ ২০১৯, ১৬:১১
বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।
শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব।
মামলা সূত্রে জানা যায়, এমপি থাকা অবস্থায় ২০০৭ সালের ১৭ মার্চ শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। এরপর অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু হয়। সেই বিচারের রায় আজ দেওয়া হয়।