দারুল আজহার সিলেট ক্যাম্পাসের অ্যাওয়ার্ড প্রদান অুনষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০১ ২০১৯, ১৪:৪৩
জ্ঞান এমন এক আলো যা সর্বযুগে সর্বত্র কাজে লাগে। গভীর সাগরের নীচে কিংবা সপ্তাকাশের উপরেও জ্ঞান, প্রজ্ঞা প্রভাব ফেলতে পারে। পৃথিবীতে যত জ্ঞানীই খ্যাতিমান হয়েছেন সকলেই মেধা এবং সময়কে কাজে লাগিয়েছেন। দারুল আজহারের প্রতিটি সন্তানকে মেধার সমৃদ্ধ জ্ঞান আর চরিত্রের মাধুর্য দিয়ে আগামীকে বিনির্মাণ ও গতিশীল করতে হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দারুল আজহার মডেল মাদ্রাসা সিলেট ক্যাম্পাস কর্তৃক আয়োজিত ইবতেদায়ী, জেডিসি স্কলারশীপ বিজয়ীদের এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি, দেশের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার প্রিন্সিপাল, বিশিষ্ট গবেষক, হাফিজ মাওলানা মনজুরে মাওলার সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সিলেট সরকারি কলেজের শিক্ষক ও দারুল আজহার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান চৌধুরী বলেন, শিক্ষাকে বিলিয়ে দিতে শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে হবে। তাদেরকে জাগিয়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ খালেদ রহমান বলেন, সুশিক্ষাই জাতিকে সুপথে পরিচালিত করে। যারা এইসব ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে তাদের নৈতিক ও মানবিক উন্নতি আমরা লক্ষ্য করে থাকি। আমরা চাই এমন প্রতিষ্ঠান ব্যাপক হারে প্রতিষ্ঠ লাভ করুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দারুল ক্বেরাত আল মাদানীয়া বোর্ডের মহাপরিচালক মাওলানা হুমায়ূন কবির বাবর, দারুল আজহার মডেল মাদ্রাসা ওসমানীনগর ক্যাম্পাসের প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল হান্নান। সুধী শুভাকাঙ্খী প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা সফিউল্লাহ মাসউদ, ইমরুল কয়েস লোদী, মুফতি এহতেশামুল হক কাসেমী, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, হাফিজ আবুল হোসেন সুফী। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নাজিফুল হক, মাওলানা হাফিজ ফয়েজ উদ্দিন, মাওলানা হাফিজ আসাদুর রহমান।
হাফিজ আনোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানের ২০১৭ ও ২০১৮ সালের ইবতেদায়ী ও জেডিসি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে সম্মাননা এ্যওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আজহার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। ছাত্রদের পক্ষে আরবীতে বক্তব্য রাখেন খুবাইব আহমদ শাকির, ইংরেজিতে বক্তব্য রাখেন সানজিদা তাহসিন। বিজ্ঞপ্তি।