ভোলার ঘটনায় ফ্রান্স মজলিসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০১৯, ০৩:৫৭
ভোলার বোরহানুদ্দীনে নবী করীম সা. কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করায় তৌহিদী জনতার উপর প্রশাসনের নির্মম হামলার প্রতিবাদে ফ্রান্স মজলিসের উদ্যোগে প্যারিসের ক্ষেতসিমা সোনার বাংলা রেস্টুরেন্ট ২৩ অক্টোবর বুধবার রাতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা ইমরান উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা শিব্বীর আহমদের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডে অবস্থিত গোলাপগন্জ ওলামা পরিষদের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এমদাদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স মজলিসের সহসভাপতি মুফতি হাবিবুর রাহমান, প্যারিস মহানগর শাখার সভাপতি মাওলানা কাওছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফ্রান্ক মজলিস হাফিজ সয়েফ আহমদ, প্যারিস মহানগর সেক্রেটারি মাওলানা আমীন উদ্দিন সুলতান, ববিনি শাখার সভাপতি মাওলানা ইমরান আহমদ, ববিনি শাখার সেক্রেটারী মাওলানা শিব্বীর আহমদ, বায়তুলমাল সম্পাদক হাফিজ নাসির উদ্দিন, হাফিজ মাহমুদ হাসান, জনাব সালেহ আহমদ চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, জনাব ইসলাম উদ্দীন সহ প্যারিসে অবস্থানরত দ্বীন প্রিয় মুসলমানগন। পরিশেষে ভোলায় শহীদ হওয়া ভাইদের জন্য ও দেশের মুসলমানদের শান্তি জন্য দোয়া করা হয়।।