আল আমিন সংস্থার ৩দিনব্যাপী তাফসীর মাহ‌ফিল সফলে মতবিনিময়

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৬ ২০১৯, ১৪:৫৫

উত্তর চট্টলার ঐ‌তিহ্যবাহী দীন‌ি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ‌্য‌ো‌গে আয়ো‌জিত আগামী ২৭,২৮ ও ২৯ ন‌ভেম্বর ৩‌দিন ব্যাপী ঐতিহা‌সিক তাফসী‌রুল কুরআন মাহ‌ফিল সফল করার জন্যে এক মত‌বি‌নিময় সভা অ‌নু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

গতকাল শুক্রবার ১৫ ন‌ভেম্বর হাটহাজারী পৌরসভাস্থ কনক ক‌মি‌উনি‌টি সেন্টা‌রে বিকাল ৫টা থে‌কে‌ শুরু হ‌য়ে রাত ৯টা পর্যন্ত চ‌লে মত‌বি‌নিময় সভা।

মাওলানা ইবরা‌হিম খ‌লিল সিকদা‌রের সঞ্চালনা ও মাওলানা রিজওয়ান আরমানের কুরআন তেলাওয়া‌তের মাধ্য‌মে অনুষ্ঠান শুরু হয়।

মাওলানা মাহমুদুল হাসান ফ‌তেপুরীর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় বক্তারা ব‌লেন, উত্তর চট্টগ্রা‌মের আল আমিন সংস্থা এক‌টি দ্বীনদরদী ও কল্যাণমুখ‌ী সমাজ বি‌নির্মা‌ণে নি‌বে‌দিত সংগঠন । ২০০৫ সা‌লে প্র‌তিষ্ঠার পর থে‌কে এ সংগঠন মুস‌লিম উম্মাহর আধ্যা‌ত্মিক ও আর্থ‌িক উন্নয়‌নে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে।

বক্তারা আরো ব‌লেন, ইসলামী আকীদা প্রচার-প্রসার ও দীন‌ি প‌রি‌বেশ তৈ‌রির ল‌ক্ষ্যে ইসলামী মাহ‌ফিলগ‌ু‌লো ব্যাপক ভূ‌মিকা রে‌খে চল‌ছে। ইসলামী স‌ম্মেলন, তাফসীরুল কু‌রআন মাহ‌ফিলগু‌লে‌ার প্রয়োজনীয়তা অপরিসীম। এরই ধারাবা‌হিকতায় দেশব্যাপী বি‌ভিন্ন সংগঠন, মস‌জিদ, মাদরাসা ও এলাকাবাসীর উ‌দ্যে‌া‌গে অগ‌ণিত মাহ‌ফি‌লের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আল আমিন সংস্থা আগামী ২৭,২৮ ও ২৯ ন‌ভেম্বর ৩দিনব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহ‌ফিল এর আয়োজন ক‌রে আস‌ছে। উক্ত মাহ‌ফিল‌কে নিজ নিজ স্থান থে‌কে সার্বিক সহ‌যো‌গিতা সক‌লের কর্তব্য।

আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আল আমিন সংস্থার প্রধান উপদেষ্টা ও দারুল উলুম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন, দারুল উলুম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, শৈয়দুস শুহাদা মাদরাসার পরিচালক মাওলানা হাজী ইউসুফ, কান্দিরপাড়ার মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল্লাহ, ফতেপুর রশিদিয়া মাদরাসার পরিচালক মুফতি আবদুল আজিজ, দারুস সুফফাহ মাদরাসার পরিচালক মুফতি সিরাজুল ইসলাম, আল আমিন সংস্থার উপদেষ্টা কারী মঈনুদ্দীন, মাওলানা নুরুল ইসলাম জাদিদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার মোরশেদ তালুকদার, মাওলানা আবু আহমদ চৌধুরী, রাউজান নবজাগরণ সংঠনের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা মুইনুল ইসলাম চৌধুরী রুবেল, জাগৃতির সাধারণ সম্পাদক কফিল উদ্দীন মুন্না, সহ সভাপতি এম এ মান্নান, পৌর দোকানদার ব্যবসায়ী সমিতির সাভাপতি হাজী শাহআলম, সেক্রেটারী শফিউল আলম, কাচারী সড়ক বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদ, হাটহাজরী খেলোয়াড় সমিতির যুগ্ম সচিব মোহাম্মদ সোহেল রানা, কামালপাড়া যুবসংঘের সেক্রেটারী মো. নাছির উদ্দীন, সচেতন ফটিকছড়ির মাওলানা জুনায়েদ জওহর, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ ফাউন্ডেশনের হাফেজ সোলাইমান, সংস্থার পক্ষে সম্পাদকীয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল সিকদার, মাওলানা জাহেদুল্লাহ খান, হাফেজ শফিউল আজম, মাওলানা আবুল হাশেম, হাফেজ রিজোয়ান আরমান, হাফেজ আনোয়ার, মাওলানা এরশাদ উল্লাহ প্রমুখ। এছাড়াও উত্তর চট্টগ্রামের প্রায় সকল সামাজিক সংগঠন ও মাদরাসার প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠা‌নের সভাপ‌তি মাওলানা মাহমুদুল হাসান ফ‌তেপুরীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মত‌বি‌নিময় সভা সমাপ্ত করা হয়।