শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা পদকে জেলায় শ্রেষ্ঠ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১০ ২০১৯, ১৬:৫৬

এহসান বিন মুজাহির : প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড ডে-মিল চালু, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা, শিশুদের স্কুলগামী করতে উদ্বুদ্বকরণ, স্কুলগুলোতে অভিভাবক ও মাসমাবেশ আয়োজন, ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলগামী করা, দুর্গম ও পাহাড়ী এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের স্কুলগামী করতে শিক্ষা উপকরণযেমন- বাইসাইকেল, স্কুলব্যাগ, টিফিন বক্স, ডিকশেনারী, বই, খাতা, কলম প্রভৃতি বিতরণের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অর্নাসসহ মাস্টার্স পাশ করে ২০১৩ সালে জানুয়ারিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।