বাহুবলে ডিএনআই স্কুলে ভর্তি পরীক্ষায় ’নেক্সাস কোচিং’ সেন্টারের সাফল্য
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২২ ২০১৯, ০২:১৭
শাহ মোহাম্মদ দুলাল আহমেদ: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের ২০২০ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে বাহুবলের সুনামধন্য নেক্সাস কোচিং সেন্টার অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে।
এই কোচিং সেন্টার থেকে মোট ২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় ২য়, ৩য়, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ১২ তম স্থানসহ শতভাগ সাফল্য অর্জন করে।
এমন সাফল্যে শিক্ষার্থী ও তাদের অভিভাবকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেক্সাস কোচিং সেন্টারের পরিচালকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, নেক্সাস কোচিং সেন্টার, একটি ব্যতিক্রমধর্মী প্রাইভেট পাঠদানের আস্থার অবিচল পয়েন্ট।
২০১৭ সালের বাহুবলের হামিদনগরে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা প্রতিষ্ঠা লাভ করে নেক্সাস কোচিং সেন্টার।