নর্থ ইংল্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিক পালিত
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১০ ২০১৯, ১২:৩৮
খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয়ে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহঃ এর নেতৃত্বে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত মজলিস।
সংগঠনের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস নর্থ ইংল্যান্ডের লীডস ও ব্রাডফোর্ড শাখা যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ৮ ডিসেম্বর রবিবার ব্রাডফোর্ড এর একটি হলে অনুষ্ঠিত হয়। ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস ছালাম এর সভাপতিত্বে ও লিডস শাখার সেক্রেটারি মাওলানা ছাদিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ব্র্যাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল জলিল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ জালাল উদ্দিন,বিশিষ্ট আলেম মাওলানা মিফতাহ উদ্দিন,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জী, বাংলাদেশ খেলাফত মজলিস লিডস শাখার সভাপতি শায়খ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন,বিশিষ্ট আলেম মাওলানা শামসুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি ক্বারী মাওলানা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, লিডস শাখার মাওলানা সুলাইমান আহমদ,প্রমুখ।
আলোচনা সভা নেতৃবৃন্দ বলেছেন,ইসলামী আন্দোলনের ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস হচ্ছে একটি আপোষহীন সংগ্রামী এক কাফেলার নাম।হযরত শায়খুল হাদীস রহঃ নেতৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ,জাতি,ইসলাম ও মুসলিম উম্মাহ এর কল্যাণ তথা আল্লাহ জমিনে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্যমে রাজনৈতিক ময়দানে গৌরব উজ্জ্বল এক ইতিহাস রচনা করেছে।যা আমাদের জন্য প্রেরণার প্রতিক।নেতৃবৃন্দ,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত ইনসাফ পূর্ণ আদর্শ দেশ ও জাতি গঠনে সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হয়ে কাজ করার আহবান।