আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৫ ২০২০, ২৩:২২
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুস ছালাম ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন, আল্লামা হবিগঞ্জী রাহ. ছিলেন একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও মুফাসসিরে কোরআন।তিনি আমৃৃত্যু ইলমে নববীর খিদমতসহ ইসলামের বহুমুখি মহান খিদমত আঞ্জাম দিয়ে গেছেন।
মরহুমের ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিভাবক কে হারাল। তাঁর সকল অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।