বন্ধুর বিয়েতে ৫ কেজি পেঁয়াজ উপহার!
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৬ ২০১৯, ১৬:৫২

কুমিল্লা সদরে বন্ধুর বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে পাঁচ কেজি পেঁয়াজ দিয়েছেন বরপক্ষের তিন বন্ধু। উপহারের মোড়কে মোড়ানো পেঁয়াজের সেই ছবি আর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
সেই বৌ-ভাত অনুষ্ঠানে বর রিপনের তিন বন্ধু পাঁচ কেজি পেঁয়াজ উপহারের প্যাকেটে মুড়িয়ে দাওয়াতে অংশ নিতে আসেন। পেঁয়াজের বাক্স উপহার হিসেবে বর-বৌয়ের হাতে তুলে দেন তারা। ভেতরে পেঁয়াজ থাকলেও তা বাইরে থেকে দেখার জন্য প্যাকেটের মাঝখানে বৃত্তাকারে বিশেষ ব্যবস্থা রাখেন তিন বন্ধু। বৌ-ভাতে বন্ধুকে দেওয়া ‘ব্যতিক্রমী উপহারটি’ আমন্ত্রিত অতিথিদের তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ করে। যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে বর ইমদাদুল হক রিপন বলেন, ‘বিয়েতে আমার বন্ধুদের দেওয়া ব্যতিক্রমী এ উপহার স্মরণীয় হয়ে থাকবে। বিয়েতে আমি যত উপহার পেয়েছি তার মধ্যে সবচেয়ে মূল্যবান মনে করবো এই পেঁয়াজের উপহারকে। কারণ পুরো বাংলাদেশ এখন পেঁয়াজের লাগামহীন দামে অস্থির। বন্ধুদের দেওয়া এ উপহার একটি নীরব প্রতিবাদও হতে পারে। ব্যতিক্রমী এই উপহারের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই’।
কুমিল্লার সুশীল সমাজ মনে করছে, ‘ফেসবুকে ভাইরাল হওয়া এ উপহার পেঁয়াজের ঊর্ধ্বগতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। পেঁয়াজের বাজার দর এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সাধারণ মানুষ তাই অনেক সময় এমন ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ জানানোর চেষ্টা করে’।