সৌদিতে বাস আগুন লেগে নিহতদের মধ্যে ১১ জন বাংলাদেশি
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২০ ২০১৯, ১৭:৫৮
সৌদি আরবে তিন দিন আগে বাস দুর্ঘটনায় নিহত ৩৫ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানা গেছে। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া সবার পরিচয় জানা সম্ভব নয় বলে জানিয়েছে দূতাবাস।
গত তিন দিন নানা দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা’র শ্রম কল্যাণ উইং থেকে পাঠানো বিবৃতি থেকে জানা গেলো, বুধবার( ১৬ অক্টোবর) সন্ধ্যায় মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৩৬ জনের মধ্যে ১১ জনই বাংলাদেশি। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, তবে দুর্ঘটনা ঘটার আগে আগে দুজন বাংলাদেশি অন্য স্টপেজে নেমে যান।
একুশে জার্নাল/ইএম/২০-৫