সুনামগঞ্জ জেলা আঞ্জুমানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০১ ২০১৯, ১৩:৫৫

আঞ্জুমানে তা’লীমুল কুেআন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি হলে শায়খুল কুররা হযরত মাওলানা শায়খ আলী আকবর সিদ্দীক রাহ.-এর “জীবন ও কর্ম শীর্ষক” আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আহবায়ক মাওলানা ক্বারী আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা ক্বারী মুবাশ্বির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ আনোয়ার হোসাইন, দোহালী বাজার মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ ফজলুল করীম, শায়খুল হাদীস মাওলানা সাজিদুর রহমান (খতিব সাহেব), মাওলানা শায়খ মঈনুদ্দীন সাহেব তাহিরপুর, কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি আজিজুল হক, কেন্দ্রীয় সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী, হিসাবরক্ষক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, শুরা সদস্য মাওলানা ক্বারী আখতার হোসাইন, মাওলানা ক্বারী অাব্দুল করিম, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী নিয়াজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী আখতার হোসাইন ছাতক, মাওলানা ক্বারী আব্দুল হান্নান তাহিরপুর, মাওলানা ক্বারী ইলিয়াস আহমদ জামালগঞ্জ, মাওলানা ক্বারী রায়হান আহমদ সদর, মাওলানা ক্বারী গিয়াস উদ্দীন দোয়ারাবাজার, মাওলানা ক্বারী আব্দুল মোমিন জগন্নাথপুর, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা শহীদুল ইসলাম পলাশী, মাওলানা আতাউর রহমান, মাওলানা ক্বারী হোসাইন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে খামিস ও সনদ জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ সুনামগঞ্জ জেলার শীর্ষ ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত কাউন্সিলারদের কণ্ঠ ভোটে সুনামগঞ্জ জেলা আঞ্জুমানের আগামি ৩ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। মাওলানা শায়খ অাব্দুল ওয়াহাব সাহেবকে সভাপতি, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা অাখতার হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।