বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার স্মরণ সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২০ ২০১৯, ১১:২০
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার উদ্যোগে আল্লামা গহরপুরী রাহ. এর অন্যতম খলিফা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ মুরুব্বি,বিশিষ্ট মুহাদ্দীস শায়খ মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী হুজুর রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১৮ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ,সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান,সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম,টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি আলহাজ্ব বুলু মিয়া,সেক্রেটারি হাফিজ মাওলানা ইসলাম উদ্দীন,মাওলানা জামাল উদ্দিন,মাওলানা সাঈদ আলী,আলহাজ্ব মারুফ আহমদ,প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেছেন,হযরত বিশ্বনাথী হুজুর রহঃ আদর্শ এক জীবনের অধিকারী ছিলেন।অসংখ্য মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা ও পরিচালনা করে দ্বীন ও ইসলামের বহুমূখি খেদমত আন্জাম দিয়ে গেছেন।তিনি দেশ বিদেশে ওয়াজ ও নসিহতের মাধ্যমে ইসলাম ও দ্বীনের মহান আদর্শের দাওয়াত সকলের সামনে সহজ সরল ভাবে তুলে ধরতেন।নেতৃবৃন্দ আরো বলেছেন,মরহুম বিশ্বনাথী হুজুর রহঃ ছিলেন সুন্নতে নাববীর উজ্জ্বল নমুনা।জীবন ও কর্মের সকল ক্ষেত্রে সুন্নতের উপর পর আমল করে আদর্শ ও কর্মময় জীবন আমাদের সামনে রেখে গেছেন।মহান আল্লাহ রাব্বুল তাহার সকল দ্বীনি খেদমত কে কবুল করে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাক্বাম দান করুন-আমীন।