কুবি হলে ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার, গাঁজা হাতুড়ি উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৭ ২০১৯, ১০:৪৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নম্বর রুম থেকে গাঁজা সেবনরত অবস্থায় ৩ শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।

জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নম্বর রুম থেকে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজা, মাদকদ্রব্যের সেবনের সামগ্রী, সাদা পাওডার জাতীয় মাদকদ্রব্য, হাতুড়ি, বেশ কয়েকটি মোবাইল ফোনসহ তাদের আটক করে হল প্রশাসন। পরবর্তীতে ওই রুমটি সিলগালা করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জেনেছি, তাদের সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শাখা ছাত্রলীগ কোনো অপরাধীর দায়ভার নেবে না।’
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, হল প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় আমরা ৫০৬ নম্বর রুমে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় পাই। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। আমরা প্রক্টরিয়াল বডিকে অবহিত করেছি এবং উদ্ধার মাদকদ্রব্য হস্তান্তর করে কক্ষটি সিলগালা করে দিয়েছি।

একুশে জার্নাল/ইএম/১৭-১