বিশ্ব দেখুক বাংলাদেশও পারে
একুশে জার্নাল
এপ্রিল ১২ ২০২০, ১৬:৫৫
জিসান মেহবুব
টেস্ট যতটা কম করা যায়- ভালো
অন্ধকারে জ্বলবে খানিক আলো।
কৌশলে রোগ করলে মোকাবেলা
খুব সহজে সামলানো যায় ঠেলা।
টেস্ট কম, তো রোগীও কম হবে
পড়বে লাগাম করোনা উৎসবে।
টেস্ট বাড়ালে বাড়তে পারে রোগী
চিকিৎসা নেই এরতো উপযোগী।
টেস্ট বাড়ানোর আছে কী দরকার
ভূতের কামড় খায়নিতো সরকার।
ঢিমেতালে চলতে থাকুক- দেখি
নিন্দুকেরা করুক লেখালেখি।
বিশ্ব দেখুক বাংলাদেশও পারে
টেস্ট কমালে করোনা রোগ সারে!