শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৬ ২০১৯, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০১৯ উদ্যাপিত হয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় এক বর্ণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার, কোহিনুর আক্তার এবং প্রিয়াক দেব বর্মা।
বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহান জানানোর পাশাপাশি বিজয়ের মাহেন্দ্রক্ষণে বীর শহীদের চিরঞ্জীব চেতনার আলোকে নিজেদের আলোকিত করে জাতি গঠনের আহবান জানান।