আজ ‘একুশে জার্নাল’ এর শুভ উদ্বোধন
একুশে জার্নাল
মার্চ ২৬ ২০১৮, ০৯:৪১
একুশে জার্নাল ডেস্ক: আজ ২৬ মার্চ সোমবার, দুপুর বারোটায় লন্ডন আলতাব আলী পার্কে বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘একুশে জার্নাল’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র জনাব লুৎফুর রহমান, লেখক ও মিডিয়া ব্যাক্তিত্ব প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ,মাওলানা মুফতি আব্দুল মুনতাত্ত্বিম কে এম আবু তাহির চৌধুরী, তাইসির মাহমুদ, আবু সুফিয়ান, আব্দুর রহমান মাদানী, খতিব তাজুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার,মাওলানা তায়ীদুল ইসলাম, মুফতি সালেহ আহমেদ , মাওলানা গােলাম মুহাইমিন চৌ. ফরহাদ, মাওলানা সালমান আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লুটনে একটি ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে, “মুক্তচিন্তার অনলাইন ঠিকানা” এই স্লোগানকে সামনে রেখে, নতুন অনলাইন নিউজ পোর্টাল Ekushe Journal এর সূচনা হয়।
একুশে জার্নাল’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, কে আই ফেরদৌস, সহসম্পাদক মাসরুর আহমেদ বুরহান উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।