বাংলাদেশ খেলাফত মজলিসের জাতীয় কনফারেন্স সফল হওয়ায় লন্ডনে দুআ মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুলাই ১৫ ২০১৯, ২১:৩৯
একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর, ইসলামী আন্দোলনের আপোষহীন জননেতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ: স্মরণে ঢাকার কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস এর উদ্যোগে গত ১৩ জুলাই আয়োজিত জাতীয় কনফারেন্স দেশের শীর্ষ আলেম উলামা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও দলের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সফল হওয়ায় লন্ডনে এক শুকরানা দুআ মাহফিল দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন এশাআতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মাদ্রাসার শায়খুল হাদীস ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন,সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সিরাজ,প্রমুখ।
পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর, ইসলামী আন্দোলনের আপোষহীন জননেতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ: সহ সংগঠনের অন্যান্য মরহুম সকল নেতৃবৃন্দের দরজাহ বুলন্দি ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত ফেদায়ে মিল্লাত রাহঃ এর অন্যতম খলিফা ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা বৃটেনের প্রবীণ শীর্ষ আলেম শায়খ মাওলানা মুহাম্মদ তরিক উল্লাহ।