একুশে জার্নাল
জুন ১০ ২০১৮, ২১:০৪
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই ঘরের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নে বইটিকর বাজার এর বদিকোনায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলবাড়ি বইটিকর বাজার এর বদিকোনা গ্রামের শিপলু আহমদের অনুমানিক ৩/৪ বছরের দুই শিশু কন্যা।
নিহতদের স্বজনদের কাছ থেকে জানা যায়, রবিবার সকাল ৭ টার দিকে পরিবারের সবাই ঘুমে থাকাবস্থায় দুই শিশু কন্যা বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয় কিন্তু কিছুসময় খেলার পরে তারা নিখোঁজ হয়ে যায়। তাদের কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে বাড়ীর পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়।