লেখকদের সম্মানে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র ইফতার মাহফিল
একুশে জার্নাল
জুন ০৩ ২০১৮, ০০:১৭
একুশে জার্নাল: সৃজনশীল লেখকদের সম্মানে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ ফুড ল্যাব রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে ইসলামি ধারার দেড় শতাধিক লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন সহযোগী ছিল আস সুন্নাহ ফাউন্ডেশন।
আলোচনা সভায় অংশ বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, কথাসাহিত্যিক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক রাহমানী পয়গামের সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, লেখক গবেষক শামসুল হক সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবর, জামিয়াতুস সালাম ঢাকার সাহিত্য বিভাগের পরিচালক আইয়ুব বিন মুঈন, ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, কবি মুহিব খান, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দিক, ইসলামী ঐতিহ্য পরিষদের আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম মাওলানা মাসরুর হাসান, গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক মুফতি মাকসুদুল হক, ক্যারিয়ার বাংলাদেশের সভাপতি আফজাল হুসাইন, আরবি ভাষা গবেষক মহিউদ্দীন ফারুকী, মাসিক নকীবের সহকারী সম্পাদক জিয়াউল আশরাফ, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাইয়্যেদ মাহফুজ খন্দকার, মাসিক সংবাদ পরিক্রমার প্রধান সম্পাদক সোলায়মান ইবনে সিরাজ প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির
উদ্দিন বাবর। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।