একুশে জার্নাল
ডিসেম্বর ২০ ২০১৮, ১৮:৩৫
একুশে জার্নাল লন্ডন: গোলাপগঞ্জ গঞ্জ উলামা কাউন্সিল ইউকের নির্বাহী বৈঠক গত ১৯ ডিসেম্বর লন্ডনস্থ বায়তুল মামুর একাডেমীতে কাউন্সিলের সভাপতি মাওলানা সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও কাউন্সিলের সেক্রেটারী মাওলানা আতাউর রহমান জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি মাওলানা মইনুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টিত বৈঠকে উলামা কাউন্সিল ইউকের একবছর পূর্তিতে আল্লাহ সুবহানাহু ওতায়ালার শুকরিয়া আদায় করা হয় এবং বিগত বছরের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সর্বজনাব সহসভাপতি মাওলানা শওকত আলী, হাফিজ মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা মঈনূল ইসলাম,বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালিক সাহেদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মুহাম্মাদ আলী, ও মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ ।সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গুরুত্ব পূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।