২ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৬ ২০২২, ১৭:৩০

আমিরুল হিন্দ সায়্যিদ আরশাদ মাদানী (ফাইল ফটো)

ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী সাহেব আগামী ১৮ নভেম্বর রোজ শুক্রবার ২ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন করবেন।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা, ঢাকার মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী।

২ দিনের সফরসূচি

১৮ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বিমান যোগে কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা। চট্টগ্রাম পৌঁছে হাটহাজারী মাদ্রাসায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কবর জিয়ারত করবেন।মাগরিবের নামাজের পর বায়তুল ফালাহ ময়দানে বয়ান। রাত্রিযাপন করবেন চট্টগ্রামে।

১৯ নভেম্বর শনিবার সকালে বিমানযোগে ঢাকায় গমন। মাগরিবের নামাজের পর ঢাকা মাদানী নগর মাদ্রাসায় বয়ান ও বাইয়াত করবেন। রাত্রিযাপন মাদানীনগর মাদ্রাসায়।

২০ নভেম্বর রোববার সকালের ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন।

উল্লেখ্য, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানীর বাংলাদেশের এই সফর ৫ দিনের ছিল। অনিবার্য কারণবশত: সফর সংক্ষিপ্ত করে ২ দিনের করা হয়েছে।