২৫ জামায়াত নেতার প্রার্থীতা বাতিলের এখতিয়ার নেই ইসির

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৩ ২০১৮, ১৫:২২

জামায়াত সদস্যদের ২২ জন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক এবং অন্য তিনজন ‘স্বতন্ত্রভাবে’ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা অবৈধ ঘোষণার কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, ‘আইনগতভাবে প্রার্থিতা বাতিলের এখতিয়ার নেই ইসির।’

জামায়াত সদস্যদের ২২ জন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক এবং অন্য তিনজন ‘স্বতন্ত্রভাবে’ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১৮ ডিসেম্বর তিন কার্যদিবসের মধ্যে জামায়াতে ইসলামীর ২৫ জন সদস্যের প্রার্থিতা বাতিলেরজন্য করা আবেদনের নিষ্পত্তি করতেনির্দেশ দেয় হাইকোর্ট।

এর আগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরিসহ চারজন জামায়াত নেতাদের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। পরে গত মঙ্গলবার নির্বাচন কমিশনকে তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন হাইকোর্ট।

হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। এরপর ইসি চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।