হেফাজতে ইসলাম ইউ কে’র প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ৩০ ২০১৯, ০১:৩২

একুশে জার্নাল লন্ডন:শাপলা চত্বরের কুরবানীকে যারা স্বীকার করেনা তারা দৃষ্ঠি প্রতিবন্ধি ও মোনাফেক

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর (হাফি:)
আশু আরোগ্য কামনা ও তাঁর পাসপোর্ট নিয়ে টালবাহানার প্রতিবাদে
হেফাজতে ইসলাম ইউ কে’র উদ্যোগে
এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল পূর্বলন্ডনের আলহুদা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

সভায় আল্লামা জুনায়েদ বাবু নগরীর শারিরীক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন ও বিদেশে প্রেরনের জন্য দেশের দায়িত্বশীল উলামায়ে কেরামগনকে এগিয়ে আসার আহবান জানানো হয় । সভায় বক্তাগণ শাপলা চত্বরের কুরবানীকে যারা অস্বীকার করে তাদেরকে দৃষ্ঠি প্রতিবন্ধি ও মোনাফেক আখ্যায়িত করে বলেন,?
ক্ষমতার জোর কিংবা স্বার্থের মোহ সত্যকে চিরদিনের জন্য চাপা দিয়ে রাখতে পারে না ।

হেফাজতে ইসলাম ইউ কে’র সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন । বিশেষ অতিথি ছিলেন বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জমশেদ আলী ।

হেফাজতে ইসলাম ইউরোপের সেক্রেটারী মাওলানা শাহমিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইউকে হেফাজতের অন্যতম নেতা হাফিজ মাওলানা আব্দুল কাদির, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান , মাওলানা শামসুল হক ছাতকী,মুফতি আবদুর রাজ্জাক ও মাওলানা আমীরুল ইসলাম ।