হালুয়াঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০১৮, ১৮:৪৫

আবির আবরার:
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ১১ নং আমতৈল ও ৯ নং ধারা ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামে শিলাবৃষ্টিতে প্রায় ৪ হাজার ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে । পাশাপাশি কয়েক হাজার একর ফসলি জমি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

জানা যায়, শুক্রবার বিকালে সয়ারিকান্দা, চকেরকান্দা, আমতৈল, বিষমপুর, বাহিরশিমুল, খন্ডল, চাঁদশ্রী আশ্রমপাড়া, কুতিকুড়াসহ প্রায় ১৫টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতিতে এই ছয় গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়েছে । ২শ’ থেকে ৫শ’ গ্রাম ওজনের প্রতিটি শিলা ঐ সকল গ্রামের সকল কাঁচা ও আধাপাকা ঘরগুলো ছিন্নভিন্ন করে দিয়ে গেছে । কারও বাড়িতে টিনের ঘরের চাল অক্ষত নেই । শিলার আঘাতে চালগুলো চালনির ছিদ্রের মতো হয়ে গেছে। বড় বড় ছিদ্র হয়ে প্রত্যেকটা বাড়িই রাতে ঘুমানোর অনুপযোগী হয়ে পড়েছে ।

অনেকেই জানিয়েছেন, ঝড়োহাওয়ার সাথে সাথে বৃষ্টি পড়ার সময় ৫ কেজি ওজনের শিলাও পড়তে দেখেছেন তারা । সয়ারিকান্দা গ্রামের মোজাম্মেল জানান, ৫ থেকে ৬ কেজি ওজনের শিলা পড়তে দেখেছেন তিনি । তার ২টি বাড়ি ও ১ একর জমির ধান নষ্ট হয়েছে । আমতৈল গ্রামের নুরুল আমিন বলেন, তার ৬ টি ঘর নষ্ট হয়েছে । তিনি দেড় কেজি ওজনের শিল পড়তে দেখেছেন । হারেজ আলী জানান, তার সাড়ে নয় একর জমির ধান ও ৫ টি ঘর বিধ্বস্ত হয়েছে । এরকম প্রত্যকের বাড়িতেই প্রায় একইরকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।

এই বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, আমি শুনেছি এবং ঘটনাস্থলে লোক পাঠিয়েছি । আমিও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি । প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাআল্লাহ ৷