হামলাকারীদের দৃষ্টান্তমলূক শাস্তির দাবি জানালেন, আল্লামা জুনাইদ বাবুনগরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৩ ২০১৮, ১৩:০১

হাবীব আনওয়ার: গত শনিবার টুঙ্গীর ময়দানে আসন্ন ইজতেমার প্যান্ডেল তৈরীতে কর্মরত আলেম ওলামা, বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসুল্লিদের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাত ও দোষীদের গ্রেফতারের দাবিতে আল্লামা আহমাদ শফি’র আহবানে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ ৩ ডিসেম্বর সোমবার বিকেল ৩ টায় হাটহাজারী ডাক বাংলোতে মেখল মাদরাসার সিনিয়র মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী।

আল্লামা বাবুনগরী বলেন, বর্তমান কিছু নামধারী মুসলমান দাওয়াতে তাবলীগের নামে যা করছে তা দ্বীন নয়, সন্ত্রাসী। যে ইজতেমার মাঠে হেদায়াতের কথা হয়,দ্বীনের বাণী প্রচার হয়।সেই মাঠ আজ রক্তে রঞ্জিত।
যারা সাদ সাহেবের এতায়াত করে তারা এর জন্য দায়ী।সরকার ও প্রশাসন ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারতেন।কিন্তু সরকার এটা করে নাই।

Image may contain: one or more people, crowd and outdoor

তিনি আরো বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা মদদ দাতা সেই সব দালাল আলেম, ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
এসময় তিনি ঐ দালাল মৌলভীদেরকে হায়াতুল উলিয়া থেকে বহিস্কারের দাবি জানান।

এসময় বক্তারা ফরিদ উদ্দিন মাসউদকে গ্রেফতারের দাবি ও চট্টগ্রামে অবঞ্চিত ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাফর আহমাদ,মাও. মীর ইদ্রীস,মাও. মাহদী,মাওলানা এমরান শিকদার, তাবলীগের সাথি আল আমিনসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

বিক্ষোভ সমাবেশ থেকে হাটহাজারীর এতায়তীদের সাথে সকল প্রকার লেনদেন থেকে বিরত থাকার আহবান জানান!

পরে এক বিশাল মিছিল হাটহাজারীর বিভিন্ন সরক প্রদর্শন করে।