হাটহাজারী মাদরাসার মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন: মাঠ পরিদর্শন করলেন আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০১ ২০২০, ১৩:৩০

হাবীব আনওয়ার: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী আগামী ৩রা জানুয়ারি (শুক্রবার) সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

মাহফিলকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে পুরো মাদরাসা জুড়ে। প্যান্ডেল, স্টেজসহ আনুষাঙ্গিক সবকাজ প্রায় সম্পন্ন। দারুল ইফতার ছাত্রদের মেহনতে প্যান্ডেলের কাজ প্রায় ৯০% শেষ বলে দারুল ইফতার ছাত্ররা জানিয়েছেন।

আজ সকাল ১০ টায় মাঠ পরিদর্শন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। এসময় তিনি সকলকে মাহফিলে উপস্থিত হয়ে দীনি নসিহত শ্রবণ করার আহ্বান জানান।

এদিকে অন্যান্য বছরের মত এবারও দস্তারে ফজিলত প্রদান করা হবে। সে সকল ছাত্ররা দস্তারে ফজিলত নিবে তাদেরকে দফতরে তালিমাত থেকে টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে।