হবিগঞ্জের এমরান আহমেদ বৃটেনে নিউরো সাইন্স ডিগ্রী অর্জন করেছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৬ ২০১৮, ১১:৪৫

একুশে জার্নাল লুটনঃ বাংলাদেশী বংশোদ্ভূত হবিগঞ্জ জেলার বাহুবল থানায় জন্মগ্রহনকারী বৃটিশ নাগরিক এমরান আহমেদ ইংল্যান্ডের প্রসিদ্ধ ইউনিভার্সি, নটিংটম ইউনিভার্সিটি থেকে নিউরো সাইন্স এর উপর কৃতিত্বের সাথে ডিগ্রী অর্জন করেছে।
গত বৃহস্পতিবার ১৪ জুলাই ভার্সিটির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রী প্রদান করা হয়।

এমরান আহমেদ বাংলাদেশের প্রসিদ্ধ শায়খুল হাদিস আল্লামা শরফুদ্দীন শায়খে ভেড়াখালী রহ. এর নাতি হাফেজ মাওলানা মাহমুদুল হকের ৭ম সন্তান। সে বৃটেনের লুটন শহরে দীর্ঘদিন ধরে পরিবারের সাথে বসবাস করে আসছে।

সদ্য ডিগ্রীধারী এমরান আহমেদ

এমরান আহমেদের ডিগ্রী অর্জনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনায় বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য এমরান আহমেদ নিউরো সাইন্সে লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার সাইন্স নিয়েও লেখাপড়া করছে।
আগামী বছর নাগাদ কম্পিউটার সাইন্সেও ডিগ্রী লাভ করার আশা করছে এমরান। দেশবিদেশের সবার কাছে সে দোয়া প্রার্থী।