সেনা নজরদারিতে সিলেটের শীর্ষসন্ত্রাসীরা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৯ ২০১৮, ১১:৩৯

একুশে জার্নাল ডেস্ক:  একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮’এর ভোটগ্রহণের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এরই মধ্যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী বিশেষ নজরদারিতে রাখছে দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের। এরমধ্যে সংসদীয় আসন ২৯৯ মর্যাদাপূর্ণ সিলেট-০১ আসনের ক্ষমতাসীন আ.লীগের পাঁচজন ও বিএনপির চারজনের নেতাকে বিশেষ নজরদারিতে রাখছেন সেনা সদস্যরা।

তারা হলেন সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি পিযুষ কান্তি দে, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার আহমেদ, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও মহানগর যুবলীগ নেতা বাবুল হোসেন ওরফে পাঙ্গাশ।

এছাড়াও নজরদারিতে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমদ চৌধুরি ফয়েজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাশ নান্টু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাহফুজুল করিম জেহিন ও মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী।

ভোটকেন্দ্রে যেকোন ধরণের নাশকতা এড়াতে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় নিয়ে আসতে সজাগ দৃষ্টি রাখছেন সেনাসদস্যরা।