সুচিন্তার কুচিন্তা : টার্গেট কওমী মাদরাসা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৯ ২০১৮, ০৯:৫৮

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া:
সুচিন্তা বাংলাদেশ নামক সংগঠনটি তাদের কুচিন্তা বাস্তবায়নের কুপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, তা অনেকটা দিবালোকের ন্যায় পরিষ্কার ৷ ভয়ের কথা হলো, সুচিন্তা বাংলাদেশ তাদের কুচিন্তা বাস্তবায়নের টার্গেট হিসেবে গ্রহণ করেছে কওমী মাদরাসাকে ৷

বাণিজ্যিক রাজধানী চট্টলার ঐতিহ্যবাহী দুটি মাদ্রাসায় তারা জঙ্গিবাদের বিরোধিতার নামে দুটি প্রোগ্রাম করে৷ সে প্রোগ্রামে সুচিন্তা বাংলাদেশ এমন কিছু কাজ পরিচালনা করে যা স্পষ্টতই কওমী আদর্শ তথা কুরআন-সুন্নাহবিরোধী৷

কওমী মাদরাসাগুলো ধর্মীয় অনুশাসনের আলোকে পরিচালিত হয়ে থাকে৷ ধর্ম যে সব কর্ম নিষিদ্ধ করেছে সে সব কর্ম কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সর্বান্তকরনে ঘৃণার সাথে পরিহার করে থাকে৷ শুধু তাই নয়, নিজেরা তো পরিহার করেই থাকে, মুসলিম জাতিকেও নিষিদ্ধ কর্ম থেকে বিরত রাখার প্রচেষ্টায় কোন ধরনের অবহেলা করে না৷ এ ব্যাপারে কওমী মাদরাসা নিরাপোষ ভূমিকা পালন করে আসছে৷

জানি না মাদরাসা দুটি কি কারণে বা কোন হেকমতে সুচিন্তার কুচিন্তায় জড়িয়ে পড়েছে!
জঙ্গিবাদ কোন অবস্থাতেই ইসলাম সমর্থন করে না৷ আলেম সমাজ সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন৷ আমাদের সোনার বাংলায় জঙ্গিবাদের সাথে জড়িতদের বিশাল অংশ স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুওয়ারা৷ সেখানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ না করে মাদরাসাকে বেছে নেয়ার পেছনে রহস্য কী? জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সমাবেশ কলেজ, ভার্সিটিতে বেশী বেশী করা দরকার৷ কেননা এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত অধিক পরিমাণে৷

কওমী মাদরাসার বিরুদ্ধে নানারূপী ষড়যন্ত্র চলে আসছে বহু কাল ধরে৷ বিভিন্ন নামে, নানান সুরতে, বহু রূপে কওমী বিরোধী চক্রান্ত চলে আসছে৷ সুচিন্তা একা নয়, এমন বহু এনজিও রয়েছে যারা কুচিন্তা বাস্তবায়নের কুপরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে অবিরাম ৷ এমনকি এদের কারও মাথায় টুপি, হাতে তসবিহও দেখা যাবে৷
সুতরাং সাধু সাবধান!