সিলেট-২ আসনে নবাগত দুই প্রার্থীকে নিয়ে গ্যাঁড়াকলে দুই চৌধুরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৫ ২০১৮, ১৪:৩৯

একুশে জার্নাল ডেস্ক: সিলেট-০২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান এবার পাশ করলে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরীর গলারকাঁটা হয়ে দাঁড়াবেন মুহিব। একবার এমপিত্বের স্বাদ পেয়ে গেলে সহজে ছাড় দেয়া পাত্র নন আওয়ামীলীগে উড়ে এসে জুড়ে বসা এই মহাশয়। তাঁর সম্পর্কে যারা অবগত আছেন তারা সহজেই এ কথা স্বীকার করবেন।

অপরদিকে জৈন্তাপুর সরকারি ইমরান আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার একবার এ আসন থেকে এমপি হয়ে আসতে পারলে তাঁর শিক্ষা ও যোগ্যতাকে দলীয়ভাবে সহজেই মূল্যায়ন করবে কেন্দ্রীয় আওয়ামীলীগ। সে হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের এই আসন থেকে আর এমপি হওয়ার আশা গুড়েবালি হয়ে যাবে।

এই দুই প্রার্থীর যে কেউ একবার এমপি হয়ে বের হয়ে আসতে পারলে দুই চৌধুরীর ভবিষ্যৎ সংকটের মুখে পড়বে।

আজ একান্ত আলাপ চারিতায় এমন আশংকার কথা জানালেন লন্ডন যুবলীগের এক কর্তাব্যক্তি। এই বিষয়ে যদি স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা অবগত থাকেন, তাহলে এর প্রভাব পড়বে ভোটের মাঠে। আর এমনটি হলে খেলাফত মজলিস নেতা, মুনতাসির আলী কে আটকানো কঠিন হবে।
সুত্র:ফেসবুক থেকে সংগৃহীত