সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের আয়োজনে ‘সিলেট বিভাগীয় মাষ্টার্স ফুটবল টুর্ণামেন্ট’

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০১৯, ০৮:৫৩

একুশে জার্নাল ডেস্ক: সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের আয়োজনে ‘সিলেট বিভাগীয় মাষ্টার্স ফুটবল টুর্ণামেন্ট’ এ চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলা সোনালী অতীত দল। ফাইনাল খেলায় তারা মৌলভীবাজার জেলা সোনালী অতীত দলকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে গতকাল সোমবার সকাল ১১টায় ‘কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট বিভাগীয় মাষ্টার্স ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত সচিব ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মৃণাল কান্তি দেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চেরাগ। উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, নুরে আলম খোকন, মনোজ রায়, সিনিয়র সাংবাদিক আজিজ আহমেদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিলেট বিভাগীয় সোনালী অতীত ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন খান বাদশাহী ও কার্যনির্বাহী সদস্য দুলাল হোসেন ও ইমরুল কয়েছ, প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড় প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, সিরাজুল ইসলাম, যায়েদ আহমদ চৌধুরী, সুহেদুজ্জামান, নাকু দে, পিযুষ ভট্টাচার্য্য, মানু, বাবুউজ্জামান বাবু, কাওসার আহমেদ ও সৈয়দ জাহাঙ্গীর হোসেন।
খেলায় সেমিফাইনালে সোনালী অতীত মৌলভীবাজার দল সোনালী অতীত লাল দল সিলেটকে এবং সোনালী অতীত সুনামগঞ্জ দল গ্রেটার সিলেট প্রাক্তন ফুটবলার এসাসিয়েশন ইউকে দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে।
রাতে ফাইনালে সোনালী অতীত মৌলভীবাজার দল ও সোনালী অতীত সুনামগঞ্জ দল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে সোনালী অতীত সুনামগঞ্জ দল ২-০ গোলে জয় পায়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সিরেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের সত্বাধিকারী ও সিলেট চেম্বারের পরিচারক হুমায়ুন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রবাসীসহ দেশে অবস্থানরত সিলেট বিভাগের প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে ৭ টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। খেলায় প্রবাসীসহ দেশে অবস্থানরত সিলেট বিভাগের প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড়দের পদচারণায় সিলেট জেলা স্টেডিয়াম এক মহামিলন মেলায় পরিণত হয়। এই ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ অটুট থাকার প্রত্যয়ে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় অঙ্গীকারাবদ্ধ হন।