সিলেটে এক কিলোমিটার সড়কে সিম্পল রিজনের বৃক্ষরোপণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৪ ২০২৩, ২৩:২০

সিলেটে এক কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ করেছে চ্যারিটি সংস্থা সিম্পল রিজন।

গত শনি ও রবিবার (২২ ও ২৩ জুলাই) সিলেট শহরতলীর শাহপরান থানার পলিয়া মাঝেরগাও সড়কে দুইদিন ব্যাপি বৃক্ষরোপণ করে সংস্থাটি। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রজেক্ট পার্টনার ছিল মিশন ওয়ান মিলিয়ন।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিম্পল রিজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, বিশিষ্ট ব্যবসায়ী শামীম কবির, সিম্পল রিজনের ভলান্টিয়ার কামরুল ইসলাম বিন নুর ও সামিন মাহমুদ, পলিয়া মাঝেরগাও বিউটি সমাজকল্যাণ যুবসংঘের কোষাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, বংশিধর সমাজকল্যাণ যুবসংঘের ধর্মবিষয়ক সম্পাদক শামসুর রহমান জামিল ও মাঝেরগাও আনহারুল উলুম মাদরাসার শিক্ষকরা।

বৃক্ষরোপণপূর্ব আলোচনাসভায় সিম্পল রিজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হোসাইন আহমদ বলেন, সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি সাদাকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সিম্পল রিজন। পলিয়া মাঝেরগাও সড়কে লাগানো গাছগুলোর দেখাশোনা ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেছে বিউটি সমাজকল্যাণ যুবসংঘ এবং গাছগুলো বড় হলে এর লভ্যাংশ পাবে স্থানীয় মসজিদ ও আনহারুল উলুম মাদরাসা।