সিলেটে একই দিনে ৩ স্থানে আগুন: নগর জুড়ে আতঙ্ক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ৩১ ২০১৯, ১৮:৩৮

একুশে জার্নাল ডটকম

রোববার সিলেটের ৩টি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ৩টি স্থানেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে সিলেট নগরবাসীর মধ্যে আগুন আতঙ্ক বিরাজ করছে। কবে জানি কোথায় বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সারা দেশবাসী ঢাকার আগুন দেখে ভয় পাচ্ছেন। তাছাড়া সিলেটের সাধারণ মানুষ তাদের নিকটেই সরাসরি আগুন দেখে আরও ভীত হচ্ছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোটাটিকর সোনার বাংলা অটোরাইস মিলের গোদামে আগুন লাগে। রাইসমিলে বৈদ্যুতিক শট সার্কিটের ফলেই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ফয়জুর রহমান। এ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

বিকাল ৫টার দিকে শেখঘাট বনকলাপাড়ায় গ্যাস রাইজার থেকে আগুন লাগে। এ ঘটনায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দিনামনি শর্ম্মা বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছায় বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বনকলাপাড়াবাসী।

এরপর সন্ধ্যা ৬টার দিকে ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেইটের সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছার আগেই নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বজ্রপাতের কারণে একটি গাছের ডাল পড়ে যায় বৈদ্যুতিক খুঁটিতে। এ সময় আগুন লাগলে ওসমানি হাসপাতালে আনসার কমান্ডার নাছির উদ্দিনের সাহসিকতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এর আগে ২৬ নভেম্বর সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এসময় আতংকে রোগি ও স্বজনরা দিক্বিদিক ছুটতে থাকে। হাসপাতালের ৪র্থ তলার ২৩ নং ওয়ার্ডে বাথরুমের জানালার পাশে জমে থাকা ময়লার স্তুপ কে বা কারা সিগারেট ফেলে যায় সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

এছাড়াও সম্প্রতি টিলাগড় ইকোপার্ক, মেন্দিবাগ সহ আরো বেশ কয়েকটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘন ঘন অগ্নিকান্ডের ঘটনায় নগরবাসীর আগুন আতঙ্কে রয়েছেন।