সিলেটের শহীদ মুজাম্মেল হত্যা: সালিশি বৈঠকে নিস্পত্তি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৮ ২০১৮, ১৩:৫৫

    একুশে জার্নাল সিলেট: সিলেটে আলোচিত শহীদ মুজ্জাম্মিল হত্যার সালিশি বৈঠকের মাধ্যমে নিস্পত্তি হয়েছে।

    আজ শনিবার (২৮ এপ্রিল) বিচারিক কার্যক্রম ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।

    এতে উপরোক্ত বিষয়ের উপর দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হন যে ,
    উক্ত ঘটনার দায়ভার সম্পূর্ণ দোষ মাজারপন্থীদের।
    সুতরাং তাদের শাস্তি পেতে হবে।
    পরে মাজারপন্থীদের পক্ষ থেকে এখলাছ চেয়ারম্যান তাদের ভুল শিকার করে ১৭পরগনা ও আলেম উলামাদের কাছে ক্ষমা চান এবং জৈন্তায় বহিরাগত কোনো মাজারপন্থী ওয়াজী আনবেননা মর্মে অঙ্গিকারাবদ্ধ হন।ভবিষ্যতে ওয়াজ করলে কওমির আলেম, ওয়ায়িজদেরকে নিয়ে ওয়াজ করাবেন।

    পরে ১৭পরগনার মুরুব্বী ও আলেম উলামারা তাদেরকে ক্ষমা করে দেন। ভবিষ্যতে এরকম কোন অঘঠন ঘটালে ১০লক্ষ টাকা জরিমানা দিতে হবে এমন শর্ত আরোপ করে দেন। তারপর কওমী আলেমদের পক্ষ থেকে আরো কিছু শর্ত লাগানো হয় এবং কওমী আলেমদের উপর উপর তাদের দায়েরকরা মামলাগুলো তারা তুলে নেবে বলে ওয়াদা করে।

    সর্বশেষ মুজ্জাম্মিল’র পরিবারকে শান্তনা দেওয়ার জন্য একটা কমিটি করা হয়।

    আল্লামা মুহিবুল হক গাছবাড়ী হুজুরের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।