সিরিয়ায় গ্যাস হামলায় ১৫০ জন নিহত, আহত শতাধিক

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৮ ২০১৮, ০৩:২৯

বিষাক্ত গ্যাসে নিহত নারী শিশু


একুশে জার্নাল ডেস্ক: গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ‘দোমা’ শহরে সরকারী আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস আক্রমনে এ পর্যন্ত ৭০ জনেরও বেশী নিহত হয়েছেন। নিহতের বেশির ভাগই নারী ও শিশু। আকশ থেকে বোমা হামলার ভয়ে যখন অসহায় নারী পুরুষ ঘরের ভেতরে লুকিয়ে জীবন রক্ষার চেষ্টা করছিলো, ঠিক সেই অবস্থায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে হত্যা করেছে সিরীয়ান সরকারী বাহিনী।

নিহতদের মধ্যে অধিকাংশই নারী, শিশু


উল্লেখ্য, কিছুদিন ধরে দামেস্কের পাশে দোমা শহরটি জইস আল ইসলাম নামের একটি মুক্তিকামী গ্রুপ দখল করে। তারপর থেকেই এই শহরে বোমা হামলা চালিয়ে আসছে সিরীয়ান সরকারী বাহিনী।