সিনেমা, গান, কনসার্ট সমাজ ধ্বংস করে দিচ্ছে মন্তব্য সৌদি আরবের প্রধান মুফতির

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৪ ২০১৯, ২২:৪৬

মক্কা-মদিনাকে বুকে ধারনকারী দেশ সৌদি আরবের প্রধান মুফতি শাইখ আবদুল আজিজ বলেছেন, সিনেমা, গান ও কনসার্ট মানুষের নৈতিক অবক্ষয় ঘটায়। সমাজে এসবের অনুমোদন হলে নৈতিকতা ধ্বংস । সমাজকে ধ্বংস করে দিচ্ছে এসব।

নিউজ ওয়েবসাইট ‘সবক’কে দেয়া এক সাক্ষতকারে তিনি এসব কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা সূত্রে শনিবার দৈনিক পাকিস্তান উর্দু এ খবর দিয়েছে।

সাক্ষতকারে তিনি বলেন, গান গাওয়া এবং সিনেমা দেখা মন্দ কাজ। গানের মঞ্চে ভালো কিছু নাই। সিনেমায় অনৈতিক বিষয়গুলো উপস্থাপন করা হয়। তবে, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক মিডিয়ায় বিনোদনের জন্য আদর্শিক কিছু প্রচার করা হলে তাতে কোনো অসুবিধা নেই।

তিনি আরও বলেন, গানের মঞ্চ প্রথমে নারী-পুরুষদের জন্য আলাদা আলাদা তৈরি করা হলেও পরে সবাই এক হয়ে যায়। এতে করে নৈতিকতা ধ্বংস হয়ে যায়।

সিনেমা ও গানের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ করে তিনি বলেন, ‘শয়তানের রাস্তা খুলে দিবেন না।’