সাভার আশুলিয়ায় অর্ধ-শতাধিক পোশাক কারখানা সচল!

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৭ ২০২০, ০৫:৩৫

মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি: সময় বাড়ার সাথে দেশে নভেল করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সরকারের পক্ষ থেকে সামাজিক দুরুত্ব মেনে চলতে বলা হলেও তা মানছে না দেশের সাধারণ জনগন।

বিপনী বিতান বন্ধ থাকাতে মহাসড়ক ও ফুটপাটগুলোতে সৃষ্টি হয় কৃত্তিম হাট-বাজারের।
ফলে সামাজিক দুরুত্ব তথা পারস্পারিক দুরুত্ব বজায় রাখা সম্ভব হয়ে উঠছে না। এর দরুণ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে।

এদিকে দেশের সকল শিল্প কারখানা বন্ধ থাকার কথা থাকলেও ডিইপিজেডসহ সাভার আশুলিয়ার প্রায় অর্ধ-শতাধিক পোশাক কারখানা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এতে করে সামাজিক ও পারস্পারিক দুরুত্ব মেনে চলতে বলা হলেও পোশাক কারখানায় নিয়োজিত শ্রমিকদের এ নিয়ম মানা সম্ভব হচ্ছে না।

সাভার আশুলিয়া শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায়, গার্মেন্টস মালিকদের অসচেতনার ফলে শতভাগ সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে।

নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করায় কিছু শ্রমিক পাড়ি জমাচ্ছেন তাদের গ্রামের বাড়ি। এতে করে ভাইরাস বিস্তারের প্রবণতা অধিক হারে বেড়েই চলছে।

চলমান সংকট নিরসনে গার্মেন্টস মালিকগণকে সরকারী নির্দেশনা মেনে ভাইরাস বিস্তার রোধে শ্রমিকদের সচেতনতা শিক্ষা প্রদানসহ দেশের স্বার্থে পোশাক কারখানা বন্ধের আহ্বান জানাচ্ছে দেশের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাসহ সচেতন মহল।