সাভারে নদে অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার জব্দ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০১ ২০২০, ১৩:৪৪

মোঃ ইয়াসিন, সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় তুরাগ নদে অবৈধভাবে বালু ভরাটের সময় ছয়জনকে আটক করেছে আশুলিয়া নৌ-পুলিশ। সোমবার(৩১আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মমিন উদ্দিন। এর আগে রবিবার(৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বাবুল বেপারী (৩৫), সবুজ হাওলাদার (৩৩), হারুনুর রশিদ (২৪), সুমিল সরকার (২৬), শ্রী মলিন (৩৩) ও শ্রী সাগর (৩৩)। তারা বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজার ও বলগেডের শ্রমিক।
এ সময় নদী ভরাটের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়।

আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মমিন উদ্দিন বলেন, রবিবার রাতে কাউন্দিয়া এলাকার তুরাগ নদের তীরবর্তী এলাকার ভূমি দখলের উদ্দেশে অবৈধভাবে বালু ভরাট করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জমি ভরাটের কাজে জড়িত ছয় শ্রমিককে গ্রেপ্তার এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
নতুন করে কেউ নদের তীর দখল করে বালু উত্তোলন ও ব্যবসা করলে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নৌ-পুলিশের ওই কর্মকর্তা।