সাতক্ষীরার কলারোয়ায় সরকারি নির্দেশ অমান্য করে চলেছেন বাজারে জনসমাগম 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৫ ২০২০, ১৪:৩৪

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় সরকারী বিধি নিষেধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে করোনা সংক্রামক রোধে লগডাউন উপেক্ষা করে প্রতিনিয়ত কলারোয়া বাজার মুখী হচ্ছে এলাকা ও এলাকার বাহিরের হাজারো মানুষ। সরেজমিন ঘুরে দেখা যায় কলারোয়া বাজারের নিত্যপ্রয়োজনীয় এবং ঔষধের দোকানের পাশাপাশি অপ্রয়োজনীয় দোকান গুলো খুলে রাখা হয়েছে। কিছু কিছু দোকানী তাদের দোকানের অর্ধেক শাটার খুলে রেখে বিকিকিনি করছেন অনায়াসেই। কেউ কেউ আবার প্রশাসনের সাথে খেলছেন চোর-পুলিশ খেলা। প্রশাসনের পক্ষ থেকে যখনই এসব দোকান বন্দের জন্য অভিযান পরিচালনা করা হয় তখন ওই সব দোকানীরা দোকানের শাটার টেনে দোকানের পাশে অবস্থান করে বুঝাতে চায় তাদের দোকান গুলো প্রকৃত পক্ষে বন্ধ রয়েছে, কিন্তু অভিযান শেষ হলেই পুনরায় আবার তাদের পূর্বের চরিত্র ফিরে আসে। অনেকে আবার বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যানার টাঙিয়ে খুলে রাখছেন দোকান। এ অবস্থায় কলারোয়া বাজার সহ আশপাশের জন-জীবন হুমকীর মুখে পরছে।এ অবস্থায় জরুরী ভাবে বাজারের এসব অপ্রয়োজনীয় দোকান বন্ধের পাশাপাশি জনসমাগম রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকান গুলো খোলা রাখার অভিযোগ রয়েছে, কেউ কেউ আবার সামনে থেকে দোকান বন্ধ রেখে পেছনের দরজা খুলে ভিতরে লোক ঢুকিয়ে চা বিক্রি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে এমন সত্যতা পাওয়া গেছে। এ দিকে কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে জনসমাগম রোধে বাজারে মাইকিং করা হলেও মানুষজন সেদিকে বিন্দু মাত্রও কর্নপাত করছে না! এসিল্যান্ডের নেতৃত্বে সেনাবাহিনী বার বার টহল ও জরিমানা করলেও তা কোন ভাবেই কাজে আসছে না।বাজারের জনসমাগমের অবস্থা দেখলে মনে তারা করোনাভাইরাস জয় করে বাজারে একেঅপরের গা ঘেঁষে চলাফেরা করছে।দেশের এই সংকটময় মুহূর্তে করারোয়ার সচেতন নাগরিকরা বাজারের এই জনসমাগম রুখতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।