সাংবাদিক সালামত উল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০১৯, ০০:৪৪

দৈনিক সমুদ্র বার্তা’র মহেশখালী উপজেলা প্রতিনিধি, মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মহেশখালী পৌরসভার কাউন্সিলর মোঃ সালামত উল্লাহ’র উপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে আজ এক অবস্থান কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে ৬ এপ্রিল (শনিবার) ২০১৯ বিকেল অনুষ্ঠিত উক্ত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের গ্রেফতার করা না হলে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা কলম বিরতিসহ বৃহত্তর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মা, সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক এম. নুরুল কবির, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী, দৈনিক গিরিদর্পণের প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, দৈনিক কালের ছবির চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মোস্তফা তালুকদার, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সহ-সম্পাদক মোঃ কামাল হোসেন, চাটগাঁ সময় ডটকম সম্পাদক এস.ডি জীবন, দৈনিক আমার বার্তা’র স্টাফ রিপোর্টার রাজীব চক্রবর্ত্তী, প্রজন্ম নিউজ ৭১ ডটকম সম্পাদক তৌহিদ আকবর, দৈনিক আমাদের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার লায়ন ওসমান সরওয়ার, জাতীয় সাপ্তাহিক প্রাইম ডায়েরী’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ হোসেন মিন্টু, আলোকিত সন্দ্বীপ ডটকমের সহ-সম্পাদক শিপক কুমার নন্দী, অনলাইন দৈনিক দেশবার্তা’র বিশেষ প্রতিনিধি আবদুর রাজ্জাক, চাটগাঁ সময় ডটকমের স্টাফ রিপোর্টার ডা. নয়ন শীল, দৈনিক রূপালী’র সাবেক স্টাফ রিপোটার তরুণ বিশ্বাস অরুণ, মোরা পত্র লেখক সমাজের সভাপতি সজল দাশ, নিউজ একাত্তর ডটকমের সহ-সম্পাদক সুজন আচার্য, অনলাইন আমার বাংলা ডট টিভির সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, টাইমস্ অব সিটিজি’র স্টাফ রিপোর্টার আতাউর রহমান চৌধুরী জুয়েল, দৈনিক মাতৃগজতের রিপোর্টার এম.এ. দাউদ প্রমুখ।

অবস্থান কর্মসূচি পরিচালনা করেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ্।

প্রসঙ্গত: সাংবাদিক এম. সালামত উল্লাকে মহেশখালীতে এক দুর্বৃত্তের দল তুলে নিয়ে গিয়ে গত ২ এপ্রিল (মঙ্গলবার) ২০১৯ সন্ধ্যা ৭টায় পিটিয়ে পা- হাত গুড়িয়ে দেয়। উক্ত বিষয়ে মহেশখালী থানার জি আর মামলা নম্বার-৮, তারিখ- ৬ এপ্রিল ২০১৯।