সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পটিয়ায় বি.এম.এস.এফ এর উদ্যোগে মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৭ ২০২০, ০০:১৪

এম হেলাল উদ্দিন (নিরব) পটিয়া, চট্টগ্রাম: সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিন জেলা পটিয়া বি.এম.এস.এফ এর উদ্যোগে পটিয়া শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বি.এম.এস.এফ এর দক্ষিন জেলার সভাপতি আব্দুল হাকিম রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলিগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুল, বি.এম.এস.এফ. এর জেলা নেতা এস. কে. এ জাহাঙ্গীর, নুরুল ইসলাম , আব্দুর রাজ্জাক, নুর হোসেন, সেলিম চৌধুরী, সুজিত দত্ত, কামরুল ইসলাম, মোরশেদ আলম, রবিউল হোসেন, হেলাল উদ্দিন নিরব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকদের নির্যাতন ও নিপিড়ন চালিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কাজকে স্তব্ধ করা যাবেনা।

বক্তারা আরো বলেন সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কে মামলা হামলা জেল জুলুম ও নির্যাতনের ভয় দেখিয়ে সত্য প্রকাশে প্রতিবন্ধিকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তারা সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও সাংবাদিকদের গ্রেফতারে প্রেস কাউন্সিলের অনুমোদন সম্বলিত আইন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তারা সাংবাদিক আরিফুর রহমান রিগ্যান কে ঘরের দরজা ভেঙে নিয়ে মারধর ও নির্যাতন মামলা এবং মাদারীপুরে সাংবাদিক সাবরিন জেরিন কে ডেকে নিয়ে গিয়ে এলজিইডি অফিসে মারধর ও তার উপর হামলার ঘটনায় ৭দিন পেরিয়ে যাওয়ার পরও থানায় মামলা নেওয়ায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের আহ্বান জানান।