সংখ্যালঘু রক্ষার নামে অমুসলিম দুষ্ট চক্রের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা!

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৮ ২০২০, ১০:৪৬

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

ভিডিওটা দেখলাম। আমার গা শিহরিয়ে উঠল। সিলেট থেকে ঢাকার পথে রওনা হয়েছি। স্লোগানগুলো শোনার পর চলন্ত গাড়ির সিটে থ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। আমি কি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত কোনো অঞ্চলে অবস্থান করছি নাকি আমার সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশে?

এ ধরনের স্লোগান! তাও আবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের রাজপথে! হিন্দু সম্প্রদায়ের মুষ্টিমেয় কয়েকজন সদস্য। ওদের এতো দুঃসাহস! আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল? ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? সাধারণ জনতা যদি ওদের ঘেরাও করে ফেলত তখন এর দায়ভার কার উপর বর্তাতো?

বাংলাদেশে ধর্মীয় কোনো সংগঠনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কাউকে কোন বক্তব্য বা স্লোগান দিতে দেখা যায়নি। হেফাজত বলুন আর চরমোনাই বলুন, কেউ তো ওদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি। তবু হঠাৎ ধৃষ্টতাপূর্ণ এ আচরণ কেন? হেফাজতের কোনো নেতাকর্মী দ্বারা ওরা কি কখনো নির্যাতিত হয়েছে? আলেম-ওলামা কি কখনো ওদের বাড়ীঘর লুটপাট করেছে? জ্বালিয়ে দিয়েছে? কেন ওরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচি করল?

কওমী মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম, সুখ্যাতি গোটা দুনিয়াব্যাপী। এরা নিরিবিলি ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছে। দিন দিন কওমী মাদ্রাসার সংখ্যাও বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের সংখ্যাও। এমনকি যে ইংরেজ শ্বেত ভল্লুকদের ভারত ছাড়া করল কওমী সন্তানেরা, সেই তাদের দেশেও আজ কওমী মাদ্রাসা স্বগৌরবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ, পুলিশ কর্মকর্তা সকলেই যার প্রশংসায় পঞ্চমুখ, সেই কওমী মাদ্রাসাকে ওরা টার্গেট বানাল কেন? কওমী মাদ্রাসা ওদের কি সমস্যা করেছে?

ওরা যুদ্ধংদেহী ভাব নিয়ে এসব কাজ করেছে। ওদের হাবভাব দেখে মনে হয়েছে এখন‌ই রণযজ্ঞে মেতে উঠতে হবে। ওরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এমনটা করল নাকি নেপথ্যে কোনো অশুভ অপশক্তি রয়েছে? বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

মাননীয় প্রধানমন্ত্রী ওদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিন। আইনের আওতায় আনুন। ওরা যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে।

আপামর ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আবেদন; ওদের কোনো বক্তব্য স্লোগানে উত্তেজিত হয়ে এমন কোনো আচরণ না করি, যার দ্বারা দেশের শান্তি-সম্প্রীতি বিনষ্ট হয়। ওরা দাঙ্গা লাগিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। সংখ্যালঘুদের রক্ষার নামে অমুসলিম দুষ্ট চক্র বাংলাদেশে অনুপ্রবেশ করুক, এমনটা‌ই হয়তো ওরা চায়‌। তাই সকলেই ধৈর্য্য ধারণ করে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করুন।