শ্রীলঙ্কার গির্জায় হামলার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৩ ২০১৯, ১৫:০৮

একুশে জার্নালঃ শ্রীলঙ্কার গির্জায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ দুপুর ১২ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাস বিরোধী মানববন্ধন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এসময় ঢাবি শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, শ্রীলঙ্কার গির্জায় হামলা মানবতা ও মনুষ্যত্ব বিরুদ্ধ, সন্ত্রাসীর কোন ধর্ম নেই। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এধরণের হিংসাত্মক ও নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি অতিসত্বর দোষীদের বিচারের দাবী করেন। এসময় ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আমরা চাই একটি মানবিক পৃথিবী। যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, একসাথে বসবাস করবে। তিনি আরও বলেন এধরণের ষড়যন্ত্র পৃথিবীর যেখানেই হোক না কেন, মনুষ্যত্বের দাবীদার প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে একে প্রতিহত করতে হবে।

এসময় আরো বক্তব্য দেন ঢাবি শাখার সহ-সভাপতি হাসান বিন মুমিন, সাংগঠনিক সম্পাদক জালালুদ্দিন মুহাম্মদ খালিদ, প্রশিক্ষণ সম্পাদক ইমামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন, দফতর সম্পাদক খায়রুল আহসান, সদস্য রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।