শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে ভোট চলছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০১৯, ০৭:৩২

এহসান বিন মুজাহির: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শ্রীমঙ্গল উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্রগুলোতে সেভাবে ভোটার উপস্থিতি নেই। বিভিন্ন কেন্দ্র ঘুরে এমনটাই দেখা গেছে। সরেজমিনে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। এ কেন্দ্রে মোট ভোটার ২২৯২ জন। সকাল সোয়া ৯টায় এ ভোটকেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সনজীত কুমার দাস বলেন-‘কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। এ পর্যন্ত ভোট কাস্টিং মাত্র ৬টি। ভোটার উপস্থিতি নেই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩৩৫০, বেলা ১২টা পর্যন্ত কাস্ট হয়েছে মাত্র ৩১৫টি, শ্রীমঙ্গল পৌরসভা প্রাথমিক বিদ্যালয় কেন্দেও প্রিজাইডিং অফিসার রাহুল ঘোষ জানান এ কেন্দ্রে মোট ভোটার ২১০০, সকাল সাড়ে ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে ৩২৫টি, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট ভোটার ২২৯২, বেলা সাড়ে ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে ২৭৩ টি), সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ২৩১৮টি, সকাল ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে ১৪৯টি, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ৩৮৯৩টি, এ র্পযন্ত কাস্ট হয়েছ ২৯২টি, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় সরেজিমন ঘুরেদেখা যায় ভোটারদের কিছুটা উপস্থিতি আছে। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূর নবী জানান-সকাল থেকে শান্তিপূর্ণভাবে নারী-পুরুষ ভোট দিচ্ছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ছে। তিনি জানান এ কেন্দ্রের মোট ভোটার ৩৯২৭ এর মাঝে এ পর্যন্ত প্রায় ৮০০ ভোট কাস্ট হয়েছে। সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২৫৮৫টি, বেলা ১২টা কাস্ট ৩০০টি কাস্ট হয়েছে বলে জানান এ কেন্দ্রের প্রিজাইডিং প্রিজাইডিং অফিসার মাসুদুল আলম।